মহান রবের নামে আমি
করলাম শুরু লেখা,
ভাবছি বসে আপন মনে
পাই না ছন্দের দেখা।


গ্রহ তারা চন্দ্র সূর্য
রবের হুকুম মানে,
সৃষ্টিকর্তা মহান আল্লাহ্
সবার খবর জানে।


আসমান জমিন চলছে সবে
আপন কক্ষপথে,
চলছি সবে যার যার পথে
চড়ে মহারথে।


বাড়ছে বয়স কমছে আয়ু
আসছে পরিণতি,
চরম সীমায় পৌঁছবে যবে
থেমে যাবে গতি।


চলছি আমি নিরবধি
জীবন নদীর বাঁকে,
একদিন হঠাৎ চলে যাবো
মহান রবের ডাকে।


      ____♦_____


রচনাঃ- ১০ / ৮ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।