শোনো করোনার গুণ,
বাড়লো ভাড়া দ্বিগুন।


একবার বাড়লে ভাড়া,
আর কি কমবে সেটা?
এমনেই নাচুনী বুড়ী,
আবার দিছে ঢোলে বাড়ী।
ওরা সবাই আমলা,
জনগণ ঠেলা সামলা।
লক ডাউনের মামলা,
মহামারীর হামলা।
নাই যে টাকার গামলা,
আমরা হলাম কামলা।


পেটে নাই ভাত,
পরছে মাথায় হাত।
হাতে নাই টাকা
সবার পকেট ফাঁকা।
বেতন আজও বন্ধ
চোখে দেখি অন্ধ'!
প্রধানমন্ত্রীর ত্রাণ,
পাই নি আজও ঘ্রাণ।
রমজানের ওই ভোরে,
নিয়ে গেছে সব চোরে।
ওরা সবাই ধনী,
খাটের নিচে তেলের খনি!
আরও আছে চাল-ডাল
পাই নি কিছুই হাতের নাগাল!
সবার চোখে দিলো ধুলা,
গরীব পেল "কিছু" মুলা।
আইনের চোখে সবই পাশ,
"মধ্যবিত্ত" খেলো বাঁশ।
বাঁশটার ছিল অনেক দাম,
নিল সবাই তারই নাম!
নাম ধুয়ে সব খেলো পানি,
তাই তো সবাই দিলো "বাণী"!
বাণীরও অনেক "দাম",
দিলেই হয় সব কাম!


নেতার চোখে ফাগুন মাস,
থাকে সদাই বারো মাস!


          ____♦____


৩১ / ৫ / ২০২০ ইং
রবিবার,
ডি আইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা।