মামার সাথে কত স্মৃতি
আছে বুকে জমা ভাই,
ঘুরতে গিয়ে মামার সাথে
নতুন নতুন খাবার খাই ।


মামার সাথে সাইকেল চড়ে
যেতাম বসে পিছন ভাই ,
প্রাচীন কেল্লা দূর্গে ঘুরতাম
ঘুরতে কত মজা পাই ।


মামা ভাগ্নে মিলে গাইতাম
বাঁশির সুরে কত গান,
সেসব স্মৃতি পড়লে মনে
টের পাই যেন কিসের টান!


মামা ভাগ্নের এই যে স্মৃতি
বুকে চেপে রেখে যাই ,
মামা ভাগ্নের সম্পর্কটা
পারবে দেখতে মেপে ভাই?


মামা ভাগ্নের এই যে জুটি
সত্যিই জুড়ি মেলা ভার,
খু্ঁজে তুমি পাবে না'কো
এই জগতে কোথা আর!


              ______♦_______


স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+৩


রচনাঃ- ৩/ ৯ / ২০২০ ইং


মহাখালী টি এন্ড টি কলোনী মাদরাসা
ওয়ারলেস গেট, ঢাকা।