সারা জীবন শক্ত করে জড়িয়ে রেখো,
হৃদয়ের ভিতরটায় গেঁথে রেখো ভালোবাসায়।
জগড়া করো, অভিমান করো,
কিন্তু কখনোই বলো না “বিদায়”!

দুজনের এই পথ শেষ হোক মৃত্যু অবধি,
তোমার হাত ধরে কাটুক জীবনের প্রতিটি ক্ষণ।
রোদ-বৃষ্টি যায় হোক, থাকুক হৃদয়ের ছায়া,
ভালোবাসা থাক যতদিন আছে নিশ্বাসের মায়া।

তুমি চাইলে আমি চুপ থাকবো,
তুমি দূরে গেলে অপেক্ষায় রাত জাগবো।
তবুও ফিরে এসো, এ বড় কঠিন দহন!
এ দহন শুধুই তোমার জন্য!
©ফয়সাল
২৭/০৫/২০২৫ইং
সকল স্বত্ব সংরক্ষিত