পথের ধারে বৃদ্ধটি ঐ সবদিন বসে থাকে
দু'এক টাকা পায় যাহা তা ঝুলিতে ভরে রাখে
যক্ষা মাখা রোগা শরিরে ক্বাহ ক্বাহ করে কাশে
মায়াবী কণ্ঠে দাদু-নানু বলে কেউ বসেনা পাশে
চেনা-অচেনা কতজন হাঁটে পাশ ফিরে চায় না
বৃদ্ধ তাকায় ফ্যাল-ফ্যালিয়ে মনেতে আরাধনা
ঈদের বাজার করছে সবে মনে আবেশ নিয়ে
বৃদ্ধ তাহা বুঝেওনাযে কেউ দেখেনা গিয়ে
ঈদের দিনে ফিন্নি-পায়েশ সবাই রান্না করে
বৃদ্ধের পেটে ফিন্নি-পায়েশ কভুও নাহি পরে
ঈদের দিনে নতুন কাপড় সবার গায়ে থাকে
ঈদের খুশি বৃদ্ধকে যে কভুও নাহি ডাকে
বৃদ্ধ বেটার ঈদটা যদি এমন হয়ে যেত
ভীষণ ভাল হত
বৃদ্ধ মিয়া ঈদের খুশি পায়না যে কখনো
এমন খুশির ঈদটা মোদের কাছে আসবে কেন?
আদর করে দাদু ডাকলে দেখব খুশি আমি
ঈদের চেয়েও এই খুশিটা ভীষণ রকম দামি।