শাওয়াল মাসের চাঁদ উঠেছে, ঈদ এসেছে আজ
আনন্দে সব মাতোয়ারা করছেনা কেউ কাজ
যে যার মত পড়ছে কাপড় নতুন নতুন সাজে
হাতে হাত ধরে যাচ্ছে সবে ঈদেরি নামাযে
ঈদের মাঠে সবাই মোরা কোলাকোলি করছি
মাঠে বসে সবাই যবে ঈদের তাসবীহ পড়ছি।
মাকে সালাম করেই তবে ঘর থেকে বেরুলাম
তাহার আগে গোরস্থানে কবর যিয়ারতিলাম
নামায থেকে এসে খব ফিন্নী-পায়েস, মিঠা
খুরমা-পুলাও খাওয়া হবে তার আগে খাই পিঠা
গরিব, দুঃখী ভাইদের নিয়ে এক সাথে ভাত খাব
তাহার পরে আত্নীয়দের বাসায় ঘুরতে যাব।
আনন্দে মাতাব দিনটা, সুন্দর হবে বেশ
এভাবেই হইল মোদের ঈদের খুশি শেষ।