হে ভ্রমা, তুই যাবি নাকি চলে,
তোর সাথে আজ কত সাথুয়া
আমি নিরার্থ তাই বলে
তোর সাথি হব, নেই পাথুয়া
সবে তোর সাথে হবে মাতুয়া
সাথি তোর সব নন্দ্যে গলে
থেকে যাই আমি, যা তুই চালুয়া
ব্যথা ভরা মনে চলি নিরলে।


ক্রান্তে তা পেলাম ফিরে
যাব তোর সাথে
একদিন দেখা হবে প্রভাতে
সবে তোকে ধরবে ঘিরে
আজ তুই জনম, চির হিতৈষী
যাই তোর সাথে সবে অভীলাষী।


কবিতাটি চতুর্দশপদী (সনেট) কবিতা। এটি মাত্রা বৃত্তের "ক,খ,ক,খ,খ,ক,খ,ক এবং গ,ঘ,ঘ,গ,ঙ,ঙ" ছন্দে রচিত। এটি প্রকাশ পায় 'শিক্ষাসফর স্মারক-২০১৪, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা'তে।