'একটি কথা' বলব কাকে
শুনার মতো নাই যে কেউ
বলতে গেলে শুনবেনা কেউ
চলছে কথা বলার ঢেও
আব্বু আসে শুনবে কথা
শুরু হলেই যায় ভেগে
আম্মু বলে 'কি কথা(?) বল'
বলার আগেই যায় রেগে
ভাই-আপুরা হচ্ছে রেডি
যে যার মতো সাজছে সাজ
আমার সাজার উপায়টা কি
এই কথাটার নাই দারাজ
সবাই যাবে নানুর বাড়ী
আমার যাওয়াতে বাঁধা
একা ঘরে থাকতে হবে
রাধিতে হইবে রাঁধা
আমারও যে ইচ্ছা ছিল
নানুর বাড়িতে যাবার
সেই কথাটা বলার আগে ইচ্ছাটা হইল সাবার