আমি পাপের স্বাগরে ভাসি
এখান থেকে কেউ তো আমায় উদ্ধারেনা আসি
পাপের ঘরে, পাপের ছায়ায় পাপকে ভালবাসি
পাপ জড়ানো কণ্ঠে আমায় ডাকে যে ইবলিসি


শুভ্র শ্যামল-সফেদ কাঁটা
আগ-পিছু তার নোলক ঝাটা
ক্ষিণক হেকে
বিধে আমার অন্তরেতে আসি
পাপ করিতে সর্বসময় পায় যে মুখে হাসি


পাপের মেলায় বীণের বাঁশি
পাপ সেথাতে রাশি রাশি
রাঙ্গা মেখে
চলো সবে উজান-ভাটি পাপ করিয়ে আসি
পাপ করালে ইবলিসিকে পাইব মোরা খুশি


অন্ধকারের যাত্রী মোরা
সেথায় নেইকো আলোর তোরা
কোমর বেধে
আস, সবে পাপ করিব সিংহাশনের আশি
তবেই মোরা দেখতে পাবো "পদোন্নতির হাসি"


পূণ্যের ছোঁয়া লাখল ক্রান্তে
অস্তিরতার দরাজ প্রান্তে
ভিক্ষা মাগি
আরজ করি তোমার তরে পূণ্যে থাকার পাশি
এমন শক্তি দাও আমারে 'তোমায় ভালবাসি'