মশা করে বন বন চারদিক জানাতে
কয়েল জ্বালাই মোরা মশাকে তাড়াতে
কোন এক মশা যদি একবার কামড়ায়
লাফাতে লাফাতে মোরা চুলকাই চামড়ায়
দুই হাত দশ নখ চুলকায় আটটি
দুই নখ বৃদ্ধ মশা দেয় পট্টি
চার দিক পাই শুধু মশাদের গন্ধ
বন বন করে মশা গেয়ে যায় ছন্দ
কয়েলের ধুয়াতে মশাগুলো উড়ে যায়
ধুয়া শেষ, মশা বেশ পুনরায় ফিরে আয়
হাত দিয়ে থাপড়িয়ে মশাদের মারছি
মরন্ত মশাগুলো এক করে গুনছি
যদি আমি থাপড়িয়ে মশা মারি একটি
জীবন্ত মশা যেন ফিরে আয় দশটি
কিছুতেই বাঁচিনা মশাদের কামড়ে
সব শেষ মোরা যাই মশারির ভিতরে