ছোট্ট একটা বীজ খানা মাটির নিচে পোতা
সে বীজ থেকে করলে তুমি বৃক্ষ তরুলতা
ধীরে ধীরে গাছ-পালাকে কর তুমি বড়
সে গাছ থেকেই প্রভু তুমি ফুলকে সৃজন কর
ফুলের পরে ফলকে সৃজন করলে তুমি তবে
সেই ফুল স্বাধ অন্যের সাথে মিলেনিকো ভবে
বৃক্ষে তুমি সাজ ধরালে ডাল আর পাতা দিয়ে
সেই পাতাতে রঙ ধরালে সবুজ কালি দিয়ে
পাতার নিচে ঠাণ্ডা বাতাস ঠাণ্ডা পরিবেশ
খোদা তোমার লীলা খেলার নেইতো কোন শেষ
তোমার আদেশ ছাড়া কভু পাতা নড়ে না
সে বৃক্ষকে বাড়াও প্রভু ইচ্ছে তোমার যা
প্রভু, আমি তোমায় চেনার এমন শক্তি চাই
বৃক্ষ লীলায় যেন প্রভু তোমায় চিনতে পাই