এক ফোটা পানি থেকে সৃষ্টিলে মোরে
মাংশাল দেহটা মোর দিলে তুমি ভরে
তাহার ভেতরে তুমি রগ ঢুকালে
সে রগের ভিতরেতে রক্ত দিলে
মাথায় ঢুকালে তুমি মস্তক রাজি
সে মগজের ইশারাতে করি সব কাজি
দুই চোখ দিলে তুমি দেখিবার জন্যে
দেহটা গড়িয়া তুমি ছাড়িলা অরণ্যে
নাক-মুখ সৃজিলেক স্বাধের আস্বাদনে
সবই করিতে পাই, হাত দেয়ার কারণে
পূর্ণ মানব রূপ কিরূপ গঠন
খোদা তুমি কীভাবে তা করলে সৃজন