খোদা তুমি রাত্র দিলে দিনের বিপরিতে
কষ্টে ভরা দিনের কাজের আরাম যে হয় রাতে
রাত্রে সবাই যায় বিছানায় আরাম ঘুমের লাগি
দিনে মানুষ সবাই করে কাজের ভাগাভাগি
সে রাত্রিতে ঘুম ভাল হয় দিনতে যা হয় না
দিনের বেলার কর্মাবলি রাত্রিতে হয় না
শেষের রাত্র গভির হলে খোদা তোমার স্থান
রহমত বিলাবার জন্যে আস নিচ আসমান
রাতের ঘুমকে হারাম করে যে জন তোমায় ডাকে
তোমার রহমত সদা সময় তাহার পিছু হাঁকে
তাহজ্জুদের নামাযেতে তখন দাঁড়ায় যারা
তোমার রহমত সবার আগে পায় তখনি তারা
রহমত বিলাও তুমি জনে ডেকে ডেকে
সবাই তখন তোমার রহমত গায়ে নেয় গো মেখে