রাতকে তুমি করলে আঁধার, দিনকে করলে সাদা
রাত থেকে দিন, দিন থেকে রাত করছ তুমি সদা
সূর্য দিলে দিনের মাঝে, চাঁদকে দিলে রাতে
চাঁদ ডুবে যায়, সূর্য ওঠে মিলন হয় প্রভাতে
সন্ধে হলেই সূর্য তবে পশ্চিম হেলে পরে
দিন পোহালেই রাতের মাঝে চাঁদ ওঠে যায় ভরে
রাত থেকে দিন নয়কো ভালো, দিন থেকে রাত নয়
রাত-দিন দুটো নিজের ভুমিকাতেই বড় হয়
রাতের বেলায় জোসনা নামে, দিনের বেলায় রোদ্র
'জোসনা', 'রোদ্র' এক থেকে এক নয় তো কভু খুদ্র
রাত-দিনের অপূর্ব খেলা- সবই প্রভু তোমার
তুমিই প্রভু দয়ার মালিক, তুমিই দয়ার সাগর