কিছুটা সময় কাটে নীরবে, নিভৃতে
তারপর শুরু হয় সম্বোধন মূলক ছোট্ট ছোট্ট কথা
'কেমন আছ?'
লজ্জায় মুখ লাল করে 'ভাল'
তারপর আরও কিছুক্ষণ নিশ্চুপ, নীরবতা
এবার রোমান্টিকতার ছোঁয়ায় 'এই, তুমি এত সুন্দর কেন?'
আবারও শূণ্যতা, স্তব্ধতা, জবাবহীনতা
ঘর জুড়ে শুধু সংকোচ, সংশয়
ঘোমটায় ঢাকা সুন্দরীর মনে প্রশ্ন- 'এই লোকটা এসব বলছে কেন!'
মুহূর্তে প্রণিধান অন্য কিছুতে
কর্ণ বেয়ে কার বাহু জানি মায়াবিনীর চিকন চিকুর আকড়ে ধরেছে
নিশ্চুপে কার অধর জানি রমণীর শুভ্র ললাট স্পর্শ করেছে।
কেঁপে কেঁপে উঠল দুজন
অধরে অধর রেখে কিছুটা শান্তির আভাস
কথাহীন নীরবতায় মেতে ওঠে তাঁরা গোপন গোপন খেলায়