ভাবোদয় হৃদে যে যায় চলে, সে আসে আবার ফিরে
লক্ষিতে সে পড়েছে ধরা, থেমেছে তাহার নীড়ে।
বাসার ভাল, আশার আলো ছিল যা তাহার মনে
সানাই বাজে সেই ভালবাসা বাড়ছে ক্ষণে ক্ষণে।
রক্তের মতো লাল সুন্দরী, সবে তারে বাসে ভাল
কম্র চামে মাধুকরি মন, ঝড়ছে তাতে আলো।
ন্যাসি, প্রেয়সী, বিমৎসিরীণি বিবুধ মহাজন
রেচন রূপি, অভিসারীণি আত্নান্বেষী মন।
বেদিত আত্না, পুলকিত মন পুর্ণালো আধারে
কায়িকীণি অতি কামাত্নীণি ভালবাসি আমি তারে।