শহরের পথে থাকে সারাক্ষণ জ্যাম
সে শহরে ধুলো-বালু করে সদা প্রেম
বাতাসের সাথে ধুলো মিশে একাকার
এখানেই ব্যস্ততা কর্মে সবার
শহরেতে চাহনি যায় যত দুর
দেখা যায বিল্ডিং খুপ কবুতর
ব্যস্ত থাকে সবেই সদা নিজ কাজে
শহরে ছেলেরা থেকে হয়ে যায় বাজে
কে ভাল কে মন্দ চেনা দুষ্কর
তিমির হতে তা কভু না হয় ভাস্কর
শহরের মানুষ গুলো না হয় আপন
এক স্থানে থাকিলেও না হয় পুরাতন
শহরেতে আছে সদা ঠকবাজি কাজ
যে কাজ করিলে প্রভু সদা হয় নারাজ