নিদ্রা তোমায় ডাকছি আমি, আধাঁর নিরবতায়
নিদ্রা তুমি আসবে কবে পুষ্প চোখের পাতায়।
পুষ্প আমার ঘুমায়নি যে, এখনো জাগ্রত
রাত্রি কেটে পুষ্পিতা মোর জাগবে সে আর কত?
নিদ্রা তুমি যাও চলে যাও পুষ্পিতার ঐ চোখে,
রাত ঘুমিয়ে পুষ্প আমার থাকবে পরম সুখে।
নিদ্রা এসে বলে-
যাও ঘুমিয়ে পুষ্প মেয়ে ঘুমেরি ছনলে।
ঘুম পারানোর তন্ত্র-মন্ত্র সবাই চলে আস,
পুষ্প মেয়ের ঘুম হয় না, তাহার চোখে বোস।
পুষ্পিতার ঐ চোখের পাতায় ঘুম বসিয়ে দাও,
পুষ্প মেয়ে ঘুমাও তুমি, ঘুমের স্বর্গে যাও।