আজ তোর চোখ ওঠাব ক্ষুব্ধ হাতে চামড়া টেনে,
তুই আজ নষ্ট চোখে নারীর দিকে তাকাস কেনে?
নারী তোর মায়ের মতো তাই বলে এমন করিস?
এ নারীর গর্ভেতে তোর জন্ম হলো ভুলে গেছিস?
ছেড়ে দে নষ্টামি তোর, শুদ্ধ কাজের বায়না ধরে।
আজীবন শ্রদ্ধা পাবি, থাকবি সুখে জীবন ভরে।


আজ তোর চোখ ছিড়িব বিষের নখে আচর মেরে,
তুই আজ দুষ্ট চোখে নারীর দিকে তাকাস নারে।
নারী তোর বোনের মতো তাই বলে কি এমন করিস?
এ নারীর জন্ম যে তোর মায়ের পেটে ভুলে গেছিস?
ছেড়ে দে ভণ্ডামি তোর, নষ্ট কাজের সব বাহানা,
জীবনে শান্তি পাবি, অসম্মানি আর হবি না।


আজ তোর চোখ ফুটাব আগুন গরম সূচ ঢুকিয়ে,
তুই এমন ভণ্ড খেলা খেলিস কেন মা-বোন নিয়ে?
নারী তোর মেয়ের মতো তাই বলে কি এমন করিস?
যে মেয়ের জন্ম হলো তোর ওরশে ভুলে গেছিস?
ও সালা ভণ্ডামি ছাড়, নয়তো আজি প্রাণ হারাবি।
ছাড়িলে নতুন করে আবার নিপুণ জীবন পাবি।