আজ দেখেছি দুষ্ট বুড়োর নষ্টামি,
দিঘল পথে মিষ্টি চোখার ভ্রষ্টামি।
পাকনা চুলে রঙ লেগেছে যৌবনে,
টাকলা মাথায় জাগল বুড়ো মৌবনে।
ভাঙ্গা দাতে চিকনা বুড়ো, চামরা ঢিল,
তাও বুড়োটার হৃদয় দোরে দুষ্ট খিল।
অত্ত মোটা চশমা চোখে রয় চেয়ে,
রাস্তা বেয়ে যাচ্ছে বুঝি কোন মেয়ে।
হঠাৎ যদি বুড়োর চোখে আটকে যায়,
অমনি বুড়ো চোখ মারিবে ভ্রষ্টতায়।
ঐ হারামি, দুষ্ট বুড়ো চোখ সরা,
এই মেয়ে তোর নাতনি হবে, ধুপ ধরা।
ভণ্ড বুড়োর কাণ্ড দেখে অবাক হই,
বলব কি আর? বলার মতো শব্দ নেই।