একলা পথে হাঁটছি আমি সেদিন সন্ধ্যা বেলা,
হঠাৎ দেখি শূন্য মাঠে জোছনা আলোর খেলা।
আলোর মাঝে ঠায় দাঁড়িয়ে সুন্দরী এক কনে,
কনের গায়ে সবুজ শাড়ী দুলছে নাচের সনে।
মুগ্ধ চোখে দেখছি আমি কনের নাচন খেলা,
আমায় দেখে লজ্জা মুখে ভাসায় ফেরার ভেলা।
যাওয়ার কালে রূপের কনে মুচকি হাসি ছাড়ে,
হাসির সাথে চোখ টিপুনি আমার হৃদয় কাড়ে।
মুচকি হাসির সুবাস ছেড়ে যাচ্ছ কোথায় চলে,
নাম কি তোমার? কোথায় থাক? দাওনা আমায় বলে।
ও সুন্দরী তোমায় ভেবে হচ্ছি পাগল পারা,
ফের দেখিব তোমার ছবি দাও আবারো সাড়া।
তোমায় ভেবে ঘুম হারালাম, তোমার ছবি স্মরি,
সন্ধ্যে ফুটা পুষ্প তুমি রাত জাগানো পরি।