কত বই ঘুমিয়ে আছে
দিনের পর দিন
মাসের পর মাস
বছরের পর বছর
কেউ জাগায় না
কদাচিৎ নাড়া দেয়
ঘুম ভাঙ্গতে না ভাঙ্গতে আবার ঘুমিয়ে যায় নির্দ্বিধায়।।
ওদের জাগানো হয়না দেখেই
মানবতাও খুব একটা জাগে না
জাগে না চিন্তাশীল নির্লিপ্ত আত্মা,
যারা মানবতার কথা বলবে।
যারা বই পড়তে ভালোবাসে
বই পড়ে
এরা নিষ্ঠুর হয়না।
বই ভালোবাসতে শিখায়
বইয়ের পজিটিভ চরিত্রে ই মানুষ প্রভাবিত হতে চায়।।


মানবতা জাগাতে বই কে জাগানো উচিত
বিপ্লব ঘটানো উচিত বইয়ের সেলফে।।


(০৪০৩২০২০)
পটুয়াখালী সরকারি গন গ্রন্থাগার