যদি না কহিতো মোরে লোকে কালো;
আমি তোমারেই চাহিতাম,
তুমি শ্যামল বলিয়া
নিজেরে না আর মিলাইতে যাইতাম।


তোমারে আমারে নাহি মানিবে লোকে কয়,
পাইবোনা হয়তো ইহাই
মনেতে বড় ভয়।


কি কহিবো কহো?
নিজের হিয়ারে যদি দেখাইতে পারিতাম,
তোমারে আমি অপ্সরী ভাবি
তোমারেই লইয়া ঘর বাধিতাম।
আমি অসুদর্শন এক
কৃষ্ণ গাঁয়ের ছেলে,
তাই তোমাতে নাহি যাই;
এই ভাবিয়াই কত শত আহা
বেদনা দুঃখ পাই।


বিধাতাই জানে
তোমারে কত চাই,
তুমি আছো হয়তো অন্য কাহার হয়ে
তবু তব বন্দনা গেয়ে যাই।