এ রাজ্যে,
ক্ষুধাতুর দুচোখ আহারের খোজে
ক্ষুধা জ্বালায় আঁখিদ্বয় নাহি চোখ বুজে।
না পারিয়াই লোকালয়ে হস্তদ্বয় পাতে
অন্ন কিছু মেলে বৈকি, পেটে পড়ে যাতে!


ও রাজ্যে,
ক্ষুধামান্দ্য তাহার
সামনে যে এত্ত আহার!
অল্প কিছু করি ভোজন
বাকি হয় উচ্ছিষ্টের বাহার।


যে অন্নের লাগি এক রাজ্য হাভাতে
অন্য রাজ্য তাহা অপচয়ের খেলায়ই মাতে!


অম্বরের নিচে ধরা কিন্তু এক!
রাজ্যের সবাই ই নামে মানুষ,
ধনী কেবল নিজেকে নিয়েই ব্যস্ত
গরীব মরে না খেয়ে
মুখে বুলি আওড়ায় ধনী ঠিকই গরীবের লাগি;
মানসিকতা তাহার বাস্তবে পুরোই ফেইক।