উজানে বৈঠা ধরে মাঝি মল্লার
ভাটিতে বাঁধে সুর,
স্রোতধারা চলমান তাহার
নদী ঐ কালাডুমুর।


তিমির রাঙা জল তাহার
কচুরি ভাসিছে স্রোত ধরে,
মহাকাল-কালাডুমুর বাধিছে জোট
অতীতেরাই থমকে পড়ে।


বরষায় অথৈ এ নদী
জলজেরাও টানে রথ,
নৌকা,ডিঙি কিংবা স্টিমার
বৈঠা, দাড়েরাও ধরে পথ।


অমুক তমুক গ্রামবাসী
হাটে যায় এ নদী পথে,
নৌকাবাইচের দেখা মেলে কভু
প্রতিযোগিতার সাজে।


সুদিনেরা ফিরিলে হায়
কালাডুমুর বুঝি মরে!
জল শুকায়ে বক্ষ-পৃষ্ঠ এ নদীর
যাতনা-রোদন হয় কংকালসারে।


তোমার জলে ডুবায়ে হে নদী
পেরিয়েছি মোর শৈশব-কৈশোর,
যৌবন-বার্ধক্য ফুরাবে হয়তো
মুছিবেনা তুমি;
হিয়াতে রহিবে মোর।


স্বদেশ কিংবা প্রবাসে
যশিমনে যদিওবা থাকি!
তোমার স্রোতের ঐ ছলছল ধ্বনি
কর্ণকুহরে বাজিবে আমৃত্যু
স্মৃতিমাখা হে কালাডুমুর নদী।