টুনটুনি আর বুলবুলি
করছে দেখ কোলাকুলি
নাঁচছে আবার টিয়ে
আর কিছু নয় আজকে বুঝি
হলদে পাখির বিয়ে ।


বর হয়েছে ময়না যে ভাই,
কনে পাখি হলদে
দোয়েল বলছে চড়ুঁইরে ঐ,
কাজী আনগে জলদে ।


কাজী হল চিলরে ও ভাই
সাক্ষী হল টিয়ে
হায়ঃ
বর পেলনা কনেকে ভাই
পাজী কাজীই গেল নিয়ে ।


আহাঃ আহাঃ এ কি হল ?
দুষ্টু বক এগিয়ে এল
বলছে, পাজী চিলকে ধরতে হবে
পুঁটি মাছ দিয়ে ।


পুঁটি মাছটা নিয়ে এল কোলা ব্যাঙের দল
বোয়াল মাছটা হা করে আনল সবই জল ।
যেইনা পুঁটি মাছটা, কাজী চিলের চোখে পড়ল
হলদে পাখি ছেড়ে সে, পুটি মাছকেই ধরল ।
পুঁটির উপর দুষ্টু বক, দিয়েছিল মালাই
সবাই ধরে পাজী চিলকে, করল অনেক ধোলাই ।


সবাই খুশি বেজায় খুশি, কনে এল ফিরে
বিয়ে হল বর কনেতে, আনন্দ এল ঘিরে ।