শীতের ঐ রোদেলা দুপুর
দুইখানা পা দুদিক সটান,
একটা ভারী বস্ত্র গায়ে
ঘাম গন্ধের একফোঁটা বেজায়;
আমি আজ বসিয়াছি
একলার আড্ডায়।


এথা হেতায় কিছু
বন্ধুদের জটলা;
তা দূরে! কম বা বেশী
নিষঙ্গ নহে আমি! পবনে শিহরিত তনু
আড্ডাটা বেশ! আমি একলা।


ভার্সিটি তাও ঐ
খানিক দূরে;
কোন এক পরিকল্পিত নগর
অদ্ভুত সব
নিজ ছায়াটাও আছে আমায় জুড়ে।


কিছু হাসি! অট্টহাসি
সমীরে ভাসি কর্ণ দাপায়;
গো-চারণ কিংবা আচমকা বিহঙ্গ এর উড়ে যাওয়া
কিংবা বন্ধুর গোপন প্রেম নিবেদন
দেখছি আমার একলার আড্ডায়।


একলার আড্ডা! কি অদ্ভুত
তাও হয় নাকি?
আড্ডাটা জমিয়াছে বেশ
অদ্ভুত সব কল্পিত চরিত্র
আড্ডা দিচ্ছে
এই আছে তো এই নেই
পালিয়ে বেড়ায় দিয়ে দিব্যি ফাকি।


একই অপ্সরা আজ
ধরিছে শতরূপ
কথা বকিছে কিংবা গুনগুনিয়ে গান;
বেশ জমিয়াছে আড্ডাটা
একলা আমি হতবিহ্বল
রাগিণীর সুরে মোহিত প্রাণ।


ওহে কদম্ব নলিনী!
আসো এই নগরীর ডেরায়,
আমন্ত্রণ সপি!
আসিবে বুঝি
আমার এই একলার আড্ডায়।