টিপটপ বৃষ্টির গোংরানীতে
ভাংগিল ঘুম বিকেলের,
বাধ্য হইলাম জাগিতে।


গুমোট ঐ আকাশের
আজ কি হে ভাব!
বাজাইতেছে ধ্বনি আজিকে বিকেলে
চমকিয়া উঠিছে বাজ।


দ্বার খুলিয়া চাহিয়া বাহিরে
হইলাম নির্বাক!
দেখিলাম স্রোত বৃষ্টির পানির
মেঝেতে মোদের;
একি! এতো পুরোই ঢল নামিছে
যেন বরষার বান!


ঢালিয়া ছন্দের বৃষ্টি অবিরাম ঐ আকাশ
হইয়াছে ধবল পরিস্কার,
মেলিয়া ধরিয়াছে লোকালয়ে আজিকে
নয়নাভিরাম সৌন্দর্য তাহার।


আগুনের ফুলকির এই বিকেল
ঠাণ্ডা হইয়াছে খুব,
জনমনে ফিরিছে প্রশান্তি
যদিও প্রকৃতি এ বেলায়;
নিস্তব্ধ নিশ্চুপ!


ক্ষণেক্ষণে আজিকে বৃষ্টির আহ্বান
ডাকিছে আমায় সদা
অপেক্ষাটা সন্ধ্যার, আসুক তাহা
তখনই করিব যত সকল মজা।