কলবে কালি আমার
তবুও সাজিয়াছি সাধু,
গরলে ভরা আত্মা আমার
যদিওবা অবয়বে বিনয়ী মুখোশ কিবা মধু।


কিহে বিচিত্র প্রাণী আমি
মানুষতো আর নিজে নাই,
বিবেক বুদ্ধি কব্বর দিয়াছি
শেঠ যে আমি তাই।


পেটুক তো তাই সবই
ভরিয়া লই নিজ গোছে,
আত্মসাৎ করি সবার ভাগটাও
মনুষত্ত্ব রে যে দিয়াছি মুছে।


আইল ঠেলিয়া পরের জায়গা করি দখল
টাকা মারিয়া নিঃস্ব করি লোক,
দুঃখে ভাসাই নিতান্ত গরীবটারেও
আমার তো জগত ভরা সুখ!


শত পাপ করিয়া বেড়াই
আমি জগত শেঠ,
আমার ভুঁড়ি ভরলেই চলবে
বাকীদের নাহয় খালিই থাকুক পেট।


আইয়ামে জাহেলিয়াত রে আমি
ডাকিয়া আনিতেছি কাজে,
এখন আর মানব নহে আমি
বিচরণ জন্তু কিবা জানোয়ার সাজে।