রুগ্ন শরীর
ময়লার স্তুপ ঐ প্যান্ট-জামা!
চুলগুলো অগোছালো
অনাদরের স্পষ্ট ছাপ চোখমুখে
কিহে ভাই?
চিনতে পারিয়াছেন কি এই শিশুগুলোকে?
এরা পথশিশু!
ঘুরছে নির্মমতার ভাগ্যচক্রে!


গুমোট মুখ
আধারে ঢাকিয়া গিয়াছে তা
হাত পাতিলো লোকালয়ে
কেউবা দেয় কেউবা ফিরায়ে
ভবঘুরে এই রাস্তার শিশুরা!


দেখিয়াছেন কভু ঐ পথশিশুগুলোকে?
উত্তরটা 'না'
তাহা হওয়াটাই স্বাভাবিক!
তাহাদের দেখিলে যে আপনার ঘেন্না লাগে
বিশ্রী তাহারা!
রুমালটা তাইতো চাপিয়া ধরেন নাকে!


বড্ড বেমানান তাহারা
এই পাথরের ধরায়!
দ্বার হইতে দ্বার কিংবা ফুটপাত
তাহারা ঘুরিয়া বেড়ায়।


কেউবা ধমকে কেউবা ধাক্কায়
আবার কেউবা করে পায়ের নিদারুণ ব্যবহার!
জগতে বোধহয় ঠাই নাহি তাঁহাদের
কুতসিত, নগণ্য সৃষ্টি হয়তো ঐ বিধাতার!


ফাস্টফুড কিংবা রেস্তোরাঁয়
কত্ত খাবারের আইটেম! মস্ত বিরাট বিলের কাগজ
কখনো চাহিয়া দেখিয়াছেন ঐ পথশিশুগুলোকে?
যাহারা মরে অনাহার আর ক্ষুধার যন্তণায়!


মেকির খেলায় মত্ত হইয়া, প্রেম না ছাই!
নষ্ট করেন কত টাকা
কভু মুখ ফিরায়েছেন ঐ পথশিশুগুলোর দিকে?
যাহাদের মুখ অশ্রু আর ক্ষুধাতুর নয়ন ঢাকা!


কত আনন্দ! বিশাল অংকের শপিং
সুখ বুঝি গাছেও ধরেনা!
কভু কিনিয়া দিয়াছেন কভু ঐ পথশিশুগুলোকে?
একখানা সূতি, নাইলন কিংবা
টেট্রনের জামা!
সাহেব সাজিয়াছেন, এত্তগুলো ডিগ্রী-সার্টিফিকেট!
সিন্দুকে জায়গাও ধরেনা!
গিয়াছেন কি কভু ঐ পথশিশুগুলোর কাছে?
যাহারা বর্ণমালার অ টাও জানেনা!


হীরকের আংটি!
তাহাতেও আপনার প্রেয়সী নাহি খুশি হয়!
কভু দিয়াছেন কি ঐ পথশিশুগুলোকে?
একখান দশ টাকার নোট?
তারপরনাই দেখতেন উপলব্ধিটা কি হয়!


একবার করে দেখুন
বুঝিবেন প্রকৃত শান্তি কারে কয়!
আপনার অন্তর কহিয়া দিবে
মেকি কিংবা আসল প্রশান্তির পরিচয়!


তাহারা পথশিশু!
তাহাদের সহিত আপনার আনন্দ করুন ভাগ
মন বদলের খেলায়,বলুন
ওহে বিবেক কেবলি তুই জাগ।