চৈত্রের ঐ কাঠফাটা রোদ গেলো কই?
ঘুমোট আচমকা বৃষ্টি যে এলো ঐ,
পাশের ছোট্ট ডোবা জলেতে অথৈ
চৈচির মৃত্তিকায় প্রাণ যে এসেছে ঐ।


থেমেছে কি লোক কোলাহল?
না, গগনের ঐ গুড়ুম গুড়ুম!
বিহঙ্গের দল গেলো কই, কাকের ভেজা চোখ
নামি বারিসের ছপাছপ, ধুড়ুম ধুড়ুম?


বকুলেরা আজ হারালো কোথায়!
না, গতকাল নিখোঁজ হওয়া ঐ শিমুলের পাপড়ি?
হংসের গায়ে শীত এসেছে বুঝি
তাইতো বসে আছে ঐ মেরে ঝাপটি!


ও অবেলার বারিস!
এসেছো কেনো আজ?
ভিজাবে! এ আশায়?
ভিজবো তবে যদি পাই কদম্বের ই সাজ!


মেঘেদের আনাগোনা আজ দূর দিগন্ত ঐ পানে
পাংশু গতরে তার চলাচল,
ক্ষণিকের বৃষ্টিতো
তাই থেমেছিলো ক্ষণিক জন কোলাহল।