চারমাস  ৪ দিন মা কবরে সাড়ে তিন হাত দেহ
রেখেছিলাম "মা' যতনে কলিমা শাহাদাত পরে
মিশ্রিত দেহ চাপ চাপ রক্ত মাংশে
লেগে আছে হয়ত মায়ের কবরে
ভাবিয়ে তুলে প্রতিমুহুর্তে ক্ষনে ক্ষনে
প্রতিটি নিঃশ্বাসে,  মা কে বাঁচিয়ে তুলি কল্পনায়
হারিয়ে যেতে দিবো না মা,  একবার সুযোগ পেলে
কয়েকফুটা অশ্রু অজান্তেই বালিশে।
ভাবিলাম মিছে এই জগত সংসার মাতৃহীনে
গতবারও ছিল মা আমার জন্মদিনে
মা আজ পরবাসে আমাদের ছেড়ে বহুদূরে
সেখানে মা ভাল আছে আমাকে ভূলে।
কতো অভিমান করলাম মাতৃহীন গৃহে
কেউ না বলিল কোথায় তুই আসবি কবে
কতোদিন গত হলো ছেড়েছি বাড়ি অভিমানে
মা ছাড়া কেউ নেই আর আমার পৃথিবীতে।  
কবে আসবে আমার অগোছালো জীবনে
আর অবাধ্য হবো না তুমি যা বলবে
ফুফিয়ে কান্ন্ করি মায়ের কথা ভেবে
মা ছাড়া থাকবো কেন জীবন যাচ্ছে অভিমানে।