দোষারোপ আর ষড়যন্ত্র
রক্তে ভেজা ছিল মানচিত্র
২৫ শে মার্চের সকাল ছিল
রক্তে ভেজা কিছু মরদেহ।
৪৭ বছর পেরিয়ে আটচল্লিশে
পতাকায় দোষারোপ ষড়যন্ত্র
ক্ষমতার লোভে ছুড়ে দিল ককটেল
এই ছিল রাজনৈতিক অংক।
এখনো অব্যস্ত দেখে রক্ত
আমার মা আর মানচিত্র
পার্বত্য অঞ্চলে বন্দুক যুদ্ধ
হার মানে ৭১ এর চিত্র।
ক্লান্ত পতাকা উড়ছে বাতাসে
রাজধানীতে লাশের ঢল
মুখ ফিরিয়ে সালাম বরকতরা
স্লোগানে ভাষার কদর
সুশীলদের সমর্থনে দোষারোপ ষড়যন্ত্র
মুক্তমনা লেখক খুজে শব্দ
সমর্থিত সম্পুরক অর্থ
বন্ধ হয়ে সাহিত্য সংসদ লিখছে তাঁরাও  ষড়যন্ত্রের অংক
উদাস বাউল মাথাল হয়ে খুজছে সেও কোন পক্ষ
সবাই ক্ষমতাসম্পন্ন দলবদ্ধ
বিপনন হচ্ছে মনুষত্ব।
রাখালটাও আজ নেই বৃক্ষতলে
মানচিত্রের ঐতিহ্যে
পাগল এখন স্বাস্থ্য সচেতন প্রলাপ বকে বুঝে শুনে
মাঝি এখন যন্ত্র নিয়ে পাল তুলবে কে?