হে আমার প্রণয়ের হ্রদয়দেবী  
আমার প্রেম তোমার তরে সবি ,
যখন এসছিলে সেই মহেন্দ্র ক্ষণে -
মগ্ন রয়েছি বিভর হয়ে তমারি সনে ।
পুস্প মাল্য গরেছিলাম,দিলে ফেলে
যৌবনের যৌবরাজ্যসিংহাসন গেল বিফলে
তোমার জন্য ঝরিয়েছি কত শ্রাবণ বারিশ
প্রেমের দেবতা শোনেনি আমার নালিশ ।
সেই অপ্সরী তুমি ফিরে এলে আবার
দীপ্ত হলো আবার প্রেমের আধার ,
ভৃত্য হলা তোমারি তৃষিত যৌবনে
আলোকিত হল এই ত্রিভুবনে ।
একখানি অন্তঃপুর, বাসরভবন
পূর্ণ রুপে পুরন হলো কামনা স্বপন-
চলে গেল দুঃখ , দৈন্য,দুর্দশার তরণী
ভালবাসায় সিদ্ধ হোক সেই রাজারানি ।