শুধু অভিনয় করে বেঁচে থাকা
আর মিথ্যা বলা আমার জীবন
যদি কেউ জিজ্ঞেস করে
আমি আছি কেমন ?
কষ্টে থেকে বলতে হয়
অভিনয়ে রেখে ভদ্রতা
আছি ভাল , খুব ভাল
আছে জীবনে একটু ব্যস্ততা ।
যদি আমার দুঃখ
বলি ভাই তোমাকে
সত্য কথা এই যে
বিশ্বাস করবেনা আমাকে ।
সন্দেহ প্রবন মন সবার
শুধু ভয়ে থাকে
কে জানে কে কখন কিভাবে
এই ফেলবে বিপাকে ।
আমি শুধু দেখে যাই
তোমাদের এই সমাজ
যেখানে সত্য কথা হাসি তামাসা
মিথ্যা করছে বুক ফুলে বিরাজ ।
এই তোমাদের জন্য এই
অনেক করেছি বিসর্জন
এর পরেও সব আমার দোষ
ভুল বুঝে যায় স্বজন ।