তোমার কথোপকথন আমাকে
সর্বদা বিনোদিত করে ,
তোমার ফিরে তাকানো আমাকে
আমার দৃষ্টি প্রজ্বালিত করে ,
তোমার ঠোঁটের বক্ররেখা
কৃষ্ণ কালো চুলের তরঙ্গের খেলা-
এসব ছোট ছোট মুহূর্ত গুলো
সময় আটকে রাখে প্রতি বেলা ।


তোমার বুদ্ধিমত্তা, তোমার হাসি তামাশা
অধরে নিমজ্জিত করে প্রেমের সাগরে
স্বপ্নিল স্পর্শে অজান্তেই নিক্ষেপ করি
যা আছে এই আত্মার চাহিদার তরে ,
তোমার বোধগম্য হবে না এমন কিছু
লুকিয়ে রাখি সব তোমার ভয়ে
মিথ্যার মাঝে রাখতে চাই শুধু
আমার ভালবাসার নিয়মে ।


তোমার অশান্ত মনের নীরবতা
আমাকে সুখ দেয় না বলে-
অভিমান ভাঙ্গাতে ন্যস্ত রাখি
অযৌক্তিক কৌতুকের আদলে ,
দুজনেই যখন চেয়ে থাকি আমরা
পরস্পর নিজেদের দৃষ্টি পানে
এই নীরবতা কতটা মধুর
আমার স্রষ্টাই সব জানে ।