এসো আজ লিখি একটি কবিতা
শুধু শান্তির জন্যে, বিপন্ন বিশ্ব মানবতা,
স্বার্থের হানাহানি পোড়াচ্ছে ঘরের সুখ
মানুষ বুঝেনা আজ মানুষের দুখ।


এসো আজ লিখি একটি কবিতা
মানুষের কল্যাণে করি দান স্বপ্ন-সুপ্ততা,
আঙিনার ধুলে আছে যত বিছানো কাঁটা
দুহাতে উপড়ে ফেলি তার বুকে যত হিংস্রতা।


এসো কবি, আজ লিখি একটি কবিতা
ফুলের সুভাষে ফোটাই সুহৃদ সভ্যতা,
পাঁজরে লাঙ্গল টেনে বাড়াই বুকের উর্বরতা,
শুধু ভালোবাসার ফসলে তাড়াবো মনের দৈন্যতা।