তোমার সেই হলদে রঙা শাড়ীটা একদিন আমাকে
যুদ্ধে যেতে বলেছিল, একাত্তরে,
তখন আমি ছিলাম ভীষণ পাগল তোমার
ভেজা চুলে হলদে রঙা শাড়ীর;


একদিন তোমার কাজল চোখের কয়েক ফোটা অশ্রু
গাল বেয়ে ঝরতে ঝরতে আমাকে বলেছিল
যুদ্ধে যেতে, তখন আমার স্বপ্ন গুলো
তোমার চোখের ঝিলের জলে পড়ে থাকতো  মগ্ন;


একদিন তোমার নূপুরের রিনিঝিনি শব্দ
আমায় খুঁজতে খুঁজতে নদীর পাড়ে এসে বলেছিল
যুদ্ধে যেতে,
তোমার নাকের নোলক, কানের দুল
চুলের খোঁপা, তোমার আঁচলে যৌবনের ঘ্রাণ
একদিন আমাকে যুদ্ধে যেতে বলেছিল, একাত্তরে;


তোমার উন্মাদ করা ভালোবাসা একদিন আমাকে
বলেছিল যুদ্ধে যেতে, ভালবাসার জন্যে;
আমাদের প্রেমের স্বাধীনতার জন্যে;
রক্ত ঝরাতে বলেছিলে অনাগত শিশুদের হাসির জন্যে;


পাঁজর ভেঙ্গে পদ্মা জলে ভাসিয়ে দিলাম রক্ত অশেষ
শুধু তোমার জন্যে হে প্রিয়তমা, ''আমার বাংলাদেশ''।