নির্বাক নিমগ্নতা খুঁজি যার জলে।
সে অসূখ অনলে পোড়ে,
বিবস্র রাত্রিময়
নিদ্রা ভেঙ্গে ভেঙ্গে জাগায় দেহের ভাঁজ,
গ্লাস ভরে ঢেলে দেয় -
রাত জাগা চোখে কামনার উল্লাস।
  
সে প্রেমের আকুলতা বুকের ভাঁজে লুকিয়ে রাখে,
সিক্ত চোখে হয় নিলাম, নিষিদ্ধ গলির এক গ্লাস
অন্ধকারে ডুবে তার সকালের সূর্যোদয়,
সে রাতের উষ্ণতা বেঁচে,
দেহের সুগন্ধ বিক্রি করে কিনে ভাত,
কিনে তন্দ্রা, অন্তর্বাস।


আমি রোজ দেখি,
ক্লান্তিহীন এক কিষানীর ঘামে ভেজা বাড়ন্ত বয়স
ঝরে ঘাসে উন্মাদ সুপ্ত শিশির,
আমি স্নাত হই, বিদগ্ধ হই, আপ্লুত হই,
বুকের খোলা ছাদের নিচে তার জলন্ত প্রেমে আমি
সারা জীবন মগ্ন থাকার স্বপ্ন দেখি।