আমার আর কাউকে বলার দরকার নেই
ভালো আছি কি নেই, বুকের ব্যথা চোখের জলে
ভাসতে ভাসতে একদিন এমনি কোন এক বসন্ত ভোরে
কুকিলের গান শুনতে শুনতে
ফুলের ঘ্রাণ হয়ে উড়ে যাবে সীমান্তের ওপারে,


আমার কষ্ট গুলিও মাঝে মাঝে মধুর সুরে গেয়ে উঠে
নজরুলের 'আমার যাবার সময় হল.........


স্বপ্ন ভেজা আঁখিদ্বয় রাস্তার পাশে পড়ে থাকা অন্ধকার
ছিঁড়ে ছিঁড়ে খায়, লোলুপ কুকুরের ঘেউ ঘেউ চোখ রাঙ্গানি
আমার পৈত্রিক অস্তিত্বে দুঃসময় ছাড়া
সুসময়ের হয়নি আবাদ কখনও।


কে আর আছে এমন অভাগা যে ভুল করে
জানতে চাইবে আমার হাল!!!