না, আমার কোনো ঠিকানা নেই
ঘর বা ঘরের ভেতর অপেক্ষমাণ কেউ একজন
পথ চেয়ে নির্ঘুম, এই কনকনে শীতের রাত
এক গুচ্ছ হাসির উষ্ণতা নিয়ে আমার জন্যে রাত জাগবে
সে রকম আমার কোনো ঘর নেই ।


আমার কোনো স্বপ্ন নেই ভেবে
এখন আর স্বপ্ন দেখি না,  কবিতা লিখি
বেদনার রঙ মিশিয়ে কষ্টের ছবি আঁকি দিনরাত……
পথের পাথরে খুঁজে ফিরি বন্ধু – স্বজন ।


বুকের উত্তাপে ভিজিয়ে আমার দৈন্যতাটুকু
কেউ কোনোদিন টানেনি একটুও কাছে ……ভালোবেসে ।