আমার মৃত্যু শোকে শোকাহত নাইবা হলে
লোক দেখানোর ছলে না হয় একটু কেঁদো,
দু’চোখ বেয়ে অশ্রু যদি নাইবা আসে নেমে
তবু কেঁদো উচ্চ স্বরে হু হু করে,
বলবে লোকে,
আমায় ভীষণ বাসতে ভালো তুমি।


আমার মৃত্যু শোকে সফেদ শাড়ি
পরতে যদি না চাও, তবু পরে নিও সেই
আমার দেয়া শুভ্র শাড়িটা,
করুনা করে একটি দিনের জন্যে
এক বিধবার মত সেজো,
বলবে লোকে
আমায় ভীষণ বাসতে ভালো তুমি।


আমার মৃত্যু শোকে শোকাহত নাইবা হলে
তবু হাতের চুড়ি ভেঙ্গে দিও, কষ্টে না হোক
লোক দেখানোর ছলে,
চোখের মাঝে একটু উদাস ভাসতে দিও মেঘ
রুক্ষ চুলের বাঁধন খুলে উড়তে দিও হাওয়ায়,
এক আখেরী বার
তোমার তপ্ত শ্বাসে ভিজিয়ে দিও
আমার দেহের তৃষ্ণা ভরা নিথর যত ভাঁজ,
তবেই বুঝবে লোকে
আমায় ভীষণ বাসতে ভালো তুমি।