আমি আষাঢ় শ্রাবণেও বসন্ত দেখি
আমার প্রেমিকার আঁচলের ভাঁজে,
স্বপ্নের অবাদ সাঁতার দেখি
ওর দু'চোখের নীলে;
অমাবস্যার অকৃপণ অন্ধকারে
আমি জ্যোৎস্না দেখি
আমার প্রেমিকার মুখে,
বিহঙ্গের কানাকানি শুনি
ওর খোঁপার পাতায় পাতায়;


আমি সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখি
বিনিদ্র সারারাত আমার প্রেমিকার ঠোঁটে,
ওর বুকের উত্তাপে
আমি ঘাম হয়ে ঝরে যাই মাঘের তীব্র শীতে;


আমি হাজারো রাতের নির্ঘুম ক্লান্তিতে
বিছানার সঙ্গম ভুলে যাই,
ক্ষুধার্ত দেহে ভুলে যাই আহার,
ভুলে যাই তৃষ্ণা,
ভুলে যাই ইহকাল পরকাল
জাহান্নাম ভুলে যাই, লেলিহান আগুনের ভয়
ভুলে যাই
আমার প্রেমিকার এক স্পর্শে
আমি জান্নাত দেখি এই চরাচরে।।