তোমাকে ভালবাসার আকাঙ্ক্ষা যদিও অনেক পুরোনো হয়ে গেছে
তবু, শুকনো পাতার মত ঝরে ঠুনকো বাতাসে
উড়ে যায়নি কোনো গহীন অরণ্যে;
অজস্র দিন ফুরিয়েছে,
রাতেরও স্বপ্ন বুনা আকাশের চাঁদ দেখে দেখে চলেছে অবিরাম,
তৃষ্ণা রয়ে গেছে নিভৃতে তৃষ্ণার্ত
বুকের গভীরে, কতকাল ধরে রাখিনিতো তার হিসেব;


কত বসন্ত দেখেছি
কত ফুল ফোটতে দেখেছি কত গাছের ডালে
কত ঘ্রাণে ভিজিয়েছি মন, কত ফাগুন চৈত্রে খেলেছি
প্রেম অপ্রেম খেলা, তবু তোমারে ভালবাসার আকাঙ্ক্ষা
কোনো দিন হয়নি ধুসর, হয়নি একটুও মলিন;


রাত জেগে আজো স্বপ্নের হাত ধরি মাঝে মাঝে
তোমারে নিয়ে হেঁটে হেঁটে চলে যাই বহুদূর সমুদ্র কিনারে
মনের কথা গুলো কবিতার মত শব্দ খুঁজে,
দখিনা বাতাসে
বার বার এলোমেলো হয়ে যায় আমার সব গদ্য কবিতা,


তোমাকে ভালবাসার আকাঙ্ক্ষা নিয়ে
আমি প্রতিদিন বেঁচে যাচ্ছি একা...