আমার ঘরের নিস্তব্দতার ঘুম ভাঙ্গবে কবে
কাঁচের চুড়ির খন খন শব্দে,
অস্তগামী সূর্যের লাল আভা সিতেয় পরে
কবে আসবে নাগর পাল্কিতে,
সুর সানাইয়ের বাজবে ভীষণ মস্তিতে ?


কোমর ব্যথায় খুড়িয়ে খুড়িয়ে হোচট খেয়ে
মুখ থুবড়ে পড়ে আছেন অন্ধকার
আমার ঘরের চারপায়িতে;
বিনা মূল্যে রক্ত মাংস খাচ্ছেন দাচ্ছেন
কালো চশমায় ঢাকা চোখ রাঙাচ্ছেন,
চুমু দিচ্ছেন ধূমায়িত চায়ের পেয়ালাতে;


আমিওতো মানুষ! আর কতদিন চলবো এমন নিঃসঙ্গ
অন্ধকারে সাঁতরে আমি আর কতদিন খুজবো ভুরের বিহঙ্গ।