বলেছিলে তুমি আসবে
বৃষ্টি থামার পর, রাত যতই গভীর হোক
আকাশে চাঁদ না উঠলেও
নিছিদ্র অন্ধকারের দেয়াল বিচূর্ণ করে
নির্ভয়ে পাড়ি দেবে শীতলক্ষার স্রোত,
তারপর পায়ে হেঁটে
কাঁদা মাখা সরস জমিনের ভেজা বুক পেরিয়ে
রাত ফুরাবার আগে
বলেছিলে তুমি আসবেই,

দরোজাটা খোলা রেখে আমি বসেছিলাম
জানালার পাশে, বৃষ্টি থামার পর
মৃদু ঠাণ্ডা বাতাসের স্পর্শে
শুষ্ক ঠোট জোড়া কাঁপছিল,
এক কাপ গরম চায়ের পিপাসা, আর
মোমবাতি হীন অন্ধকার ঘরের জানালায়
এক জোড়া তৃষ্ণার্ত চোখ, রাতভর
পথের পাঁজরে অশ্রু দিয়ে একেছি তোমার পদচ্ছাপ।

বলেছিলে তুমি আসবেই
বৃষ্টি থামার পর - রাত পোহাবার আগে
সেই থেকে আমি রাত জাগি
তোমার ফেরার পথের বাঁকে.....।