চাঁদ খামোশ রাত  
হিম ঝরা মাঘে,
অন্ধকার নগ্ন শরীর বিছিয়ে  
রঙিন স্বপ্ন আবাদ করে,
ঘাস ফুলে
কুয়াশা জলে
কুমারী ঠোঁটে  
রাত জাগা বুড়িগঙ্গার  স্রোতে ও;


বসন্ত রোদ মেখে
ব্যালকনির অলস বিকেল,
এক কাপ গরম চা’য়ের ধোয়ায়  
মখমলী গাল
স্নিগ্ধ লাল গোলাপের মত,
বসন্ত রঙা
স্বপ্নের হাত ধরে...
মিশে যায় একাকী অন্ধকারে
স্বপ্ন বুননে!