সময়ের গলা চেপে ধরে বসন্ত রঙ মাখা হলদে বিকেল
অন্তহীন দীর্ঘ হোক
এ অভিলাষ শুধু আমার একার নয়
অসংখ্য প্রেমিক প্রেমিকার,
ফুল পাখিদেরও
শিশির ভেজা খসখসে সবুজ ঘাসের মনে,
নদীর স্রোতেও একই কলতান;


বাতাসের কন্ঠেও শুনেছি
অনুরাগ ভরা হিম পরশে বসন্তের গুণগান,
বৃষ্টি জলের কন্ঠেও সেই একই সুর
বসন্ত! বসন্ত!
তুমি যেয়ো নাকো বহুদুর!!