আর কত কাল ধরে তুমি করে যাবে
এই ভাবে ধর্ষণ,
বৃক্ষের পাতায় পাতায় তুমার নাম লেখা হয়ে গেছে মানুষ !
আর কত কাল জরায়ু ছিঁড়ে খাবে
সবুজ বৃক্ষের।  


উজাড় করে যাচ্ছ  বন ভূমি
শকুনের মত খাবলে খাচ্ছো পাখিদের বাসা
ফুলেরা ঝরে যাচ্ছে রোজ সেই কবে থেকে
ইট পাথরের আগ্রাসনে,
আশাহত কবি,  শ্মশানে পুড়ছে মায়ের সবুজ শাড়ী।  


অক্সিজেন হীন বাতাস চেপে ধরবে তোমার কণ্ঠনালি একদিন
পালাবার পথ খুঁজে পাবেনা সেদিন,  
মানুষ ! কান্ত হও
আত্ম হননের পথ ছেঁড়ে এসো
বৃক্ষে ভালোবাসো।