মেঘেরা মাঠিতে নামবে বলে
জড়ো হয় আকাশে, বাতাসের হাত ধরে
রাতভর এদিকওদিক ঘোরে ফিরে
ঝরে শেষে বৃষ্টিতে,
কৃষকের লাঙ্গল চলে তাই সৃষ্টির উল্লাসে।


কৃষাণীর শুষ্ক কালো কেশ জলের ছোঁয়াতে
খুঁজে পায় স্বপ্ন সুখে পল্লবিত হওয়ার প্রশাখা,
পান খেয়ে লাল মুচ কৃষকেরা হেঁসে যায়
মাটির পাঁজরের অবশ হাড় গুলো নেচে উঠে
বৃষ্টির ছোঁয়াতে;